Wednesday, December 4, 2024
বাড়িচাঁপাইনবাবগঞ্জচাঁপাই সদরআমাদের দায়িত্ব বল্যবিবাহ প্রতিরোধ ও বন্ধ করা

আমাদের দায়িত্ব বল্যবিবাহ প্রতিরোধ ও বন্ধ করা


প্রদীপ হেমব্রম, নিজস্ব প্রতিনিধি

আমাদের দায়িত্ব বল্যবিবাহপ্রতিরোধও বন্ধ করা, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বেড়েই চলেছে বাল্যবিয়ের হার। এ সমস্যা দূরীকরনে সামাজিক সচেতনতা বাড়াতে এবং যথাসময়ে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়ে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিs সোশ্যাল এন্ড বিহেভিযার চেঞ্জ প্রকল্পের আয়োজনে বাল্য বিবাহ বিরোধী ও শিশু সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়রববার সকাল ১০.৩০ টার সময় চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের , রানিনগর সরকারী প্রথমিক বিদ্যালয়ের সভা কক্ষে।, সভাপতিত্ব করেন মোহা: লোকমান আলী, । প্রকল্পের সাবিক দিক , সংলাপ অনুষ্ঠানের উদ্দেশ্যও জন অংশগ্রহনের গুরুত্ব এবং স্বানীয় প্রতিনিধিদের করনীয় দিকসমুহ বিষায়াদি তুলে ধরেন জনাব উত্তম মন্ডল প্রোগ্রম অফিসার চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: নুরুল ইসলাম , উজির আলীসদস্য ইউনিয়ন পরিষদ।বাল্যবিবাহের চিত্র তুলে ধরতে গিয়ে বলেন বাল্যবিবাহের কারনে বিবাহ বিচ্ছেদ বাড়চ্ছে, ১৫-১৭ বছরের মেয়েরা শিশু সন্তানের জন্ম দিচ্ছে ফলে মা ও শিশু উভয়ে স্বাস্থ্যহীন হচ্ছে।জনাব মো: রফিকুল ইসলাম , বলেন পরিষদের সকল মেম্বরগন একযোগেবাল্যবিবাহ প্রতিরোধ ও বন্ধ করার উপর জোর দিয়ে কাজ করতে হবে এবং আমাদের ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করতে হবে, তিনি আরও বলেন যে বাল্যবিবাহ বন্ধ করবে তাকে পরিষদের পক্ষ থেকে পরুষ্কার দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্র-ছাত্রী, সাধারণ জনগণ, ইমাম, স্বাস্থ্যকর্মী , অভিভাবক, শ্রমজীবি মানুষ, যুব-সমাজইত্যাদি শ্রেণীর মানুষ । বক্তাগন তাদের বক্তব্যে বাল্য বিবাহের কুফল, শাস্তি এবং বাল্যবিয়ের ভয়াবহতা সর্ম্পকে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে, অভিভাবক সমাবেশে, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহের কুফলতা তুরে ধরতে হবে। সংলাপে বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে । বক্তারা আরও বলেন এজন্য আইনের আশ্রয় নিতে হবে, জন্ম নিবন্ধন যথা সময়ে করতে হবে, । আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব। এজন্য সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত