Sunday, November 3, 2024
বাড়িবাংলাদেশরাজশাহীআরএমপিতে চেকপোস্টে পুলিশকে মারধর, আটক ১

আরএমপিতে চেকপোস্টে পুলিশকে মারধর, আটক ১

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার

রাজশাহীতে পুলিশ চেকপোস্টে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছেন এক যুবক। রোববার (১৯ মে) দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে এ ঘটনা ঘটে।ওই যুবকের নাম মো. সোহান (২২)। তিনি রাজশাহীর নগরীর কাটাখালি এলাকার বাসিন্দা। পরে তাকে আটক করা হয়।রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিলুর ইসলাম বলেন,দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে পুলিশ চেকপোস্ট বসে। এসময় সোহানকে থামানোর নির্দেশ দেওয়া হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পুলিশ সদস্যকে মেরে পালানোর চেষ্টা করে সোহান। পরে তাকে আটক করা হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত