আহত শিক্ষার্থীদের পাশে মোঃ রবিউল ইসলাম।

মোঃ শাহাদাত হোসেন।অনলাইন ইনচার্জ:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ ও আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গর্বিত সন্তান ও আজকালের বার্তা পত্রিকার প্রকাশক মোঃ রবিউল ইসলাম। গতকাল সন্ধ্যায় ঢাকার মিরপুরে তাদের সাথে সাক্ষাৎ করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। আহত
শিক্ষার্থীদের নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায়। বর্তমান তারা ঢাকায় থাকে।
আহত শিক্ষার্থীদের মধ্যে একজন বলেন, আন্দোলন শুরু হলে আমি ঢাকা মিরপুর-১০ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করি।
তিনি আরো বলেন, আহত হয়েও ঘরে বসে থাকতে পারিনি। ৫ আগষ্ট গণভবন ঘেড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করি।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম বলেন, যেহেতু তারা আমার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে বাড়ি, তাই আমি তাদের খোঁজ নিয়ে তাদের সাথে সাক্ষাৎ করতে আসি এবং আর্থিক সহায়তা প্রদান করি।