Saturday, November 9, 2024
বাড়িচাঁপাইনবাবগঞ্জগোমস্তাপুরগোমস্তাপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর

গোমস্তাপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত চিকিৎসক আশরাফুল হক চুন্নু ও তার আপন ছোট ভাই আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল টুনুর বাসভবনে মঙ্গলবার আনুমানিক রাত ১২টার দিকে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে। আশরাফুল হক চুন্নু তার মেয়ে উর্মি জানান, আমরা রাতে ঘুমিয়ে ছিলাম হঠাৎ বাড়ির বাইরের গেটের তালা ভাঙ্গার শব্দ শুনে আমরা জীবনের ভয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়। মেন দরজা তালা ভেঙে তারা বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ফ্রিজে থাকা মাছ-মাংস তারা নিয়ে যায়। আমরা এখন চরম নিরাপত্তাহীনতাই ভুগছি। অপরদিকে আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল এর বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে তিনি এখন জীবনের ভয়ে আত্মগোপনে আছেন বলে জানা যায় । এ বিষয়ে আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম মোঃ মাসুম জানান ঘটনাটি অত্যান্ত দুঃখজনক কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা অনুসন্ধান করছি। পরবর্তীতে আমরা আইনশৃঙ্খলা
আহত হয়নি বলে জানা যায়।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত