সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক ১৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে উফসি রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে ।
সোমবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে সভাপতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জিয়াউর রহমান, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে উফসি রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জান যায়,২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে উপশী রুপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচির আওতায় উপজেলার ১ পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১৬শ কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মী।