সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ
ছাত্র সমাজ সংগঠিত হয়ে কোন কাজ করলে তা বিফলে যায় না। যা আবারো প্রমাণিত হলো। কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন একসময় সরকার পতন আন্দোলনের দাবিতে রূপ নেই। যার প্রেক্ষিতে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। ছাত্র আন্দোলন স্বৈরাচার পতনে ছাত্র জনতার বিজয় উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ আগষ্ট বিকেলে রহনপুর ডাকবাংলো চত্বরে এ সমাবেশে সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি। সমাবেশে বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির সদস্যসচিব পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন, যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর সাদিকুল ইসলাম, যুবনেতা আব্দুল্লাহ, মাহবুব, পিয়ারুল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বৈষম্য ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করেন। খুনি সরকারের পদত্যাগের মধ্য দিয়ে দেশের আপামর জনসাধারণ নতুন বিজয়ের স্বাদ পেয়েছে । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের একটি বৃহত্তম গণতান্ত্রিক দল। যে দলটির জনগণের কল্যাণের জন্য বিগত তে কাজ করেছে আগামীতেও করতে চাই। দেশেরই ক্রান্তিলগ্নে আমাদের গুরু দায়িত্ব পালন করতে হবে কোন সুযোগ সন্ধানীরা যেন কোনক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা সহ সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরই নিতে হবে। বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে একে আমাদের দায়িত্ব। পাড়া মহল্লায় আপনারা সজাগ একে দায়িত্ব পালন করবেন। কারো উস্কানিতে কান্না দিয়ে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে।
আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণ মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply