সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান – চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মে) সকাল ১০ টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের ফিতা কেটে উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তারেকুজ্জামান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার রফিকুল ইসলাম, মেসার্স নজরুল অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক খাদেমুল ইসলাম প্রমুখ।
জানা যায় এ বছর বোরো মৌসুমী কৃষকদের কাছ থেকে ৪৫ টাকা কেজি ধরে ৪ হাজার ১৮ মেট্রিক টন চাল, ৩২ টাকা ধরে ১ হাজার ১১৮ মেট্রিক টন ধান, ৪৪ টাকা ধরে আতব চাল ৩৮৮ মেট্রিক টন চলতি মৌসুমে রহনপুর এল এস ডি খাদ্য গুদামে, Apps এর মাধ্যমে কৃষকদের ধান চাল সংগ্রহ করা হবে। যা চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তারেকুজ্জান বলেন, এবছর ফলন ভালো হয়েছে, দামও সন্তোষজনক, আশা করছি ধান – চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।
Leave a Reply