Sunday, November 3, 2024
বাড়িরাজশাহীচাঁপাইনবাবগঞ্জতীব্র তাপদাহে চাঁপাইনবাবগঞ্জের জনজীবনে দুর্ভোগ।

তীব্র তাপদাহে চাঁপাইনবাবগঞ্জের জনজীবনে দুর্ভোগ।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গত কয়দিন থেকে তীব্র তাপদাহে জনজীবনে দুর্ভোগ ও অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বেড়ে এতটাই অপ্রত্যাশিত মাত্রা ধারণ করছে সাধারণ ভাবে মনে হচ্ছে একধরণের আগুনের লেলিহান। আগুন জালালে যেমন কাছ থেকে একটা অসহ্য লাগে বর্তমান তাপমাত্রা ও মনে হচ্ছে আগুনের লেলিহান।
এই অতি তাপদাহে সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে কঠিন হয়ে পড়েছে। তারা ঠিক মত তাদের কাজটি সম্পন্ন করতে পারছেন না।
ফলে তাদের আয় রোজগার করা কঠিন হয়ে পড়েছে। মানুষ একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। বেলা বাড়ার সাথে সাথে রাস্তা ঘাট ফাঁকা হয়ে পড়ছে।
মানুষ একটু সস্তির আশায় বিভিন্ন পানীয়জল পান করছেন। রাস্তার পাশের সরবতের দোকান গুলোতে ভিড় করছেন। শহরের বিশ্বরোড মোড় ঘুরে দেখা গেছে যেখানে রাস্তা যানজট লেগে থাকে সেখানে তার লেশমাত্র নেই। চাঁপাইনবাবগঞ্জের আজকের তাপমাত্রা ৪৩°সে: সময় দুপুর ১২:০০ ঘটিকা।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত