Saturday, November 9, 2024
বাড়িঅন্যান্যদিনাজপুর মহাসড়কে বাস-ট্রাক ভয়ংকর সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত

দিনাজপুর মহাসড়কে বাস-ট্রাক ভয়ংকর সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুর মহাসড়ক দুর্ঘটনায় বাস ও আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে বলে জানা যায়। এই দুর্ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন ২৮ জন। আজ শুক্রবার (৫ জুলাই) দিনাজপুর মহাসড়ক পাঁচবাড়ি নামক স্হানে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ২৮ আহত ও ৫ জন নিহত হন। আজ শুক্রবার ভোর আনুমানিক ৫-৩০ ঘটিকার সময় দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর দইসই এলাকায় এ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন-ট্রাকচালক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিত্রপট্রি এলাকার হাসু (৪০),বাসযাত্রী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের দানেশের ছেলে আলী (৫২), দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার মৃত লক্ষণ বাহাদুরের ছেলে রাজেশ বাহাদুর (৩০), বোচাগঞ্জ উপজেলার জাহিদের মেয়ে বিভা (১০),চিরিরবন্দর উপজেলার কোচনা এলাকার ৫ মাসের শিশু জায়না। এর মধ্যে ঘটনাস্থলে নিহত হন ট্রাকচালক হাসু। বাকি চারজন হাসপাতালে আনার পর মারা যান। এবিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, ভোর আনুমানিক সাড়ে ৫টায় শশরা ইউনিয়নের চকরামপুর এলাকায় ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলগামী নাবিল পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হন। পরে আহত ২৮ জনকে উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত দুই শিশুসহ আরও চারজন মারা যান। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোতয়ালী থানা।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত