Saturday, November 9, 2024
বাড়িঅন্যান্যনন্দীগ্রামে আগুনে পুড়লো ২০ লাখ টাকার কীটনাশক

নন্দীগ্রামে আগুনে পুড়লো ২০ লাখ টাকার কীটনাশক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :


বগুড়ার নন্দীগ্রামে রাতের অন্ধকারে কীটনাশক দোকানে অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে গেছে। কেউ ইচ্ছাকৃত এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজারে কীটনাশকের দোকানে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে একঘন্টার চেষ্টায় আগুন নেভালেও পুড়ে ভস্মীভূত হয় দোকানের মালামাল।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফরহাদ হোসেন বলেন, আগুনে তার কীটনাশক দোকানে থাকা মালামাল পুড়ে যাওয়াসহ অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার আগে তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে দোকানে আগুন লাগার বিষয়টি বাজারের লোকজনের মাধ্যমে জেনে সেখানে ছুটে যান। তার দোকানের সার, কীটনাশকসহ সকল কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা, সম্ভবত কেউ আগুন ধরিয়ে দিয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি, অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত