Wednesday, December 4, 2024
বাড়িঅন্যান্যনন্দীগ্রামে কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

নন্দীগ্রামে কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে রবি/২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পিঁয়াজ, মুগ, মসুর, খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

৬ ই নভেম্বর (বুধবার) বেলা সাড়ে ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নন্দীগ্রাম, বগুড়ার আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি প্রণোদনা কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী এজাজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাক, মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, আইসিটি প্রোগ্রামার দেবব্রত চক্রবর্তী, ইউএনও কর্তৃক মনোনীত প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, শাহাদত হোসেন, সুজন কুমার, সোহেল রানা ও নাজমুল হক প্রমুখ।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় নন্দীগ্রাম উপজেলায় এবার মোট ৪,৩৫০ জন কৃষক/কৃষাণীদের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত