নন্দিগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম যোগদান করেছেন। অপরদিকে আজমগীর হোসাইনকে এক অফিস আদেশে ঢাকা নৌ-পূলিশে বদলি হয়েছে।
নবাগত ওসি তারিকুল ইসলাম ২৪শে সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে নন্দীগ্রাম থানায় দায়িত্বভার গ্রহণ করে ওসি পদে যোগদান করেন।
ওই সময় থানার অন্যান্য পুলিশ সদস্যরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেনে। জানা যায় তারিকুল ইসলাম বগুড়া সদর থানাধীন নারুলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। বগুড়া জেলার পুলিশ সুপার জেদান আল মুসা’র নির্দেশে নন্দীগ্রাম থানায় ওসি হিসেবে যোগদান করেন। তারিকুল ইসলামের গ্রামের বাড়ি নাটোর জেলার সদর উপজেলার বড়গাছায়। উক্ত গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
নবাগত ওসি তারিকুল ইসলাম বলেন, নন্দীগ্রাম উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সর্বদা সচেষ্ট থাকবো। এবিষয়ে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন তিনি।