Wednesday, December 4, 2024
বাড়িঅন্যান্যনাচোলের সাংবাদিক মোহাম্মদ আলীর জানাজায় মানুষের ঢল 

নাচোলের সাংবাদিক মোহাম্মদ আলীর জানাজায় মানুষের ঢল 

আবুল হোসেন,নাচোল  (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোল সাংবাদিক এসোসিয়েশনের অর্থ সম্পাদক ও সাংবাদিক কল্যাণ তহবিল নাচোল -গোমস্তাপুর -ভোলাহাট এর সদস্য, জাতীয় দৈনিক ঢাকার ডায়লগ  পত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি,মোহাম্মদ আলী, আজ বুধবার ২৮ আগস্ট ভোর পৌণে ৫ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের পিতা নাজমুল হুদা জানান, আমার ছেলে বেশ কিছুদিন যাবত টাইফয়েড, জন্ডিস, ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন, বিকাল ৫ টায় নাচোল সদর ইউনিয়নের নিজ গ্রাম জোনাকি পাড়ায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জোনাকিপাড়া কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় অংশ নেন- নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার, সেকেন্ড অফিসার আলমগীর হোসেন,সহ চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং উপজেলার সকল প্রেসক্লাবের সদস্যরা, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা/ কর্মচারি, বিভিন্ন দলের রাজনীতিবিদ, শিক্ষক,গ্রামবাসী সহ বিভিন্ন পেশার মানুষ। এছাড়া সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি, আসাদুল্লাহ আহমদ, সিনিয়র সহ-সভাপতি, আব্দুর রহমান মানিক, সাধারণ সম্পাদক, শাকিল রেজা। মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর, তিনি রেখে গেছেন মা, বাবা, বোন, অন্তঃসত্ত্বা স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত