নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশা সীমান্তের পুনর্ভবা নদির টেকঠা ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার বিকালে ওই এলাকায় লোকজন লাশটি ভেসে থাকতে দেখে থানায় খবরদিলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। আনুমানিক ৩৮-৪০ বছর বয়সের ওই ব্যক্তির শরীরে কাল চেক শার্ট ও পরনে কাল প্যান্ট আছে। পোরশা থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, অজ্ঞাত ওই লাশটি সনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে তারা নদিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেছেন। লাশটির পরিচয় জানার চেষ্ঠা চলছে এবং মর্গে প্রেরণ করা হবে। এর পরে তার মৃত্যুর কারন বলা যাবে বলে তিনি জানান। #