Saturday, November 9, 2024
বাড়িঅন্যান্যবগুড়ায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বিধবা ভাতা কার্ড বাতিলের অভিযোগ

বগুড়ায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বিধবা ভাতা কার্ড বাতিলের অভিযোগ

মিরু হাসান, স্টাফ রিপোর্টার


বগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বিধবা ভাতা কার্ড বাতিলের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ব্যাপারে মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক বিধবা।
ভুক্তভোগী ঐ নারীর নাম জিন্নাহ বিবি(৪৭)। তিনি উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পৌওতা গ্রামের বাসিন্দা।

জিন্নাহ বিবি জানান, আমার স্বামী মারা যাবার পর সমাজ সেবা অফিস থেকে বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা কার্ড পাই। কার্ড পাওয়ার পর দুইবার ভাতার টাকা পেয়েছি। এরপর থেকে কয়েক ধাপে আমার মোবাইল ব্যাংক একাউন্টে কোন টাকা আসেনি। গত রবিবার শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসে গিয়ে বিষয়টি জানতে চাইলে সেখানকার কর্মকর্তারা জানান, ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মন্ডল আপনাকে মৃত দেখিয়েছেন। তাই আপনার কার্ড বাতিল হয়েছে। এরপর কয়েকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি। কোন সমাধান পাইনি।

ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মন্ডল জানান, আমি ঐ নারীকে চিনিনা। এ ব্যাপারে কোন কিছুই জানিনা।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। যাচাই করে সত্যতা পাওয়া গেলে নিয়ম অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত