Saturday, November 9, 2024
বাড়িঅন্যান্যবিরামপুর মহাসড়ক ঢাকা মোড়ে পাথর উঠিয়ে উঁচু নিচু সৃষ্টির ফলে দুর্ঘটনার সম্ভাবণা

বিরামপুর মহাসড়ক ঢাকা মোড়ে পাথর উঠিয়ে উঁচু নিচু সৃষ্টির ফলে দুর্ঘটনার সম্ভাবণা

বিরামপুর প্রতিনিধি

বিরামপুর ঢাকা মোড় মহাসড়ক ঘেঁষে শতাধিক অবৈধ বাস কাউন্টার, ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান-পাট,শত শত সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার সীমাহীন দৌরাত্ম। পরিবহণ মালিক-শ্রমিকদের নৈরাজ্য,এই যানজটের কারণ বলে অভিযোগ সংশ্লিষ্টদের। কয়েক শত কোটি টাকা ব্যয়ে এই মহাসড়ক নির্মাণ করেন,কিন্তু কাজের উপাদান সঠিক নয়। এমন অবস্থায় বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল মুখী পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। আর এই জন্যেই ভারি যানবাহনের বিশেষ ক্ষতির সম্ভাবনা দেখা দেয়।
স্হানীয় জনসাধারণ স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কানে আসে দ্রুতগামী ট্রাকের হর্ন আহত করছে তাদের শারিরীক সমস্যায় পড়েছে। হাতের বাঁ দিকে ঘুরতেই মোটরসাইকেলের সামনের চাকা সড়কের উঁচু অংশে হোঁচট খায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৫ হাত দূরে ছিটকে একজন পথচারী। মাথার ডান দিকের মাত্র এক হাত দূর দিয়ে চলে যায় দ্রুতগামী ট্রাক। ট্রাকের চাকা থেকে অল্পের জন্য মাথা বেঁচে থেকে জিবন রক্ষা পায় পথিকের।
জুয়েল হোসেনের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে। দুই মাস আগে ফুলবাড়ি শহর থেকে ব্যক্তিগত কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জয়নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। পিচঢালাই উঠে যাওয়ায় এবং দেবে যাওয়ায় জুয়েলের মতো এই সড়কে প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনায় আহত হচ্ছেন।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত