Sunday, November 3, 2024
বাড়িঅন্যান্যরাজশাহী কলেজে বাঁধনের ২৭ বছর পূর্তি উদযাপন

রাজশাহী কলেজে বাঁধনের ২৭ বছর পূর্তি উদযাপন

মো. আবু রায়হান

১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল থেকে মোঃ শাহীদুল ইসলাম রিপন ও তার কিছু বন্ধু মিলে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর মাধ্যমে শুরু হয় এই সংগঠনটির পথচলা । “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগানকে বুকে ধারন করে বাঁধনের অগ্রযাত্রা শুরু হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাঁধন (স্বেচ্ছায় রক্তাদাতাদের সংগঠন) এর যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায় ২০০৬ সালের২৫ ফেব্রুয়ারি রাজশাহী কলেজে “বাঁধন” সংগঠনের যাত্রা শুরু হয়।

বাঁধন এর অগ্রযাত্রার ২৭ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজ সকাল ১১টায় (২৪ অক্টোবর) রাজশাহী কলেজ বাঁধন ইউনিট এর উদ্যোগে “রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে সাধন’—এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন তাদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

উক্ত অনুষ্ঠানে রাজশাহী কলেজ বাঁধন ইউনিটের সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো. যুহুর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইব্রাহিম আলী। বাঁধন‘র উপদেষ্টা বিন্দু এবং বাঁধনের সকল সদস্য সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন, সেচ্ছাসেবী সংগঠন হিসেবে অসহায় মানুষদের সাহায্যে রাজশাহী কলেজ বাঁধন ইউনিট যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। বাঁধনের এই সেচ্ছাসেবী কার্যক্রম যেন ভবিষ্যতে আরো দৃঢ়তার সাথে এগিয়ে যায় সেই দিকে সেচ্ছাসেবীদের বিশেষ নজর রাখতে বলেন এবং কলেজ প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতার ব্যাপারে আস্বস্ত করেন।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর ইব্রাহিম আলী বলেন, ‘বাঁধন এমন একটি সংগঠন, যারা শুধু দিয়ে যায়, কিছু চায় না। আমিও ব্যক্তিগতভাবে বহুবার বাঁধনের সাহায্য নিয়েছি। আমাদের শিক্ষার্থীরা এমন ভালো কাজে সম্পৃক্ত থাকুক, এটাই আমাদের চাওয়া।’

অনুষ্ঠানের শেষে বাঁধন ইউনিটের সভাপতি মো. আব্দুর রউফ বলেন, ‘বাঁধনের কার্যক্রম আরও দৃঢ় করার জন্য কলেজ প্রশাসনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাই।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত