মোঃ মোশারফ হোসেন রূপসা প্রতিনিধি
খুলনার রূপসায় স্বৈরাচারী সরকারের নিয়োগকৃত দালাল উপজেলা মডেল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় রূপসা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বায়তুল হামদ্ জামে মসজিদের খতিব মাওঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন রূপসা উপজেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ, ইসলামি চিন্তাবিদ, ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম, মাওলানা ইব্রাহীম খলিল ফারুকী, মাওলানা জামশেদ হুসাইন, মাওলানা নাজমুল হুদা, হাফেজ হারুনার রশিদ, শমশের গাজী, হাফেজ নিজামুদ্দিন, মাওলানা আবুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আমিনুল ইসলাম, নাহিদুল ইসলাম, মুস্তাহীদুল হক, হাবিবুল্লাহ শেখ, ইকরামুল হক, এসএম আবুল হাসানাত, ইমাম হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে সাধারণ মুসাল্লি এবং ইমাম পরিষদের নেতৃবৃন্দ স্বৈরাচারী সরকারের দালাল উপজেলা মডেল মসজিদের ইমাম মোঃফুয়াদ ফকির ও মুয়াজ্জিন মোঃফাহাদ উদ্দিন ফকিরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের অপসারণের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কোহিনুর জাহান বলেন, বিষয়টি নিয়ে আগেও অভিযোগ হয়েছে স্থানীয় ভাবে বারবার সমাধান করার চেষ্টা করেছি তবে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র ইসলামীক ফাউন্ডেশনের আওতাধীন হওয়ায় আমি সরাসরি কোন পদক্ষেপ নিতে পারছিনা। আমি ইসলামিক ফাউণ্ডেশনের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করব তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে জানিয়েছেন।
Leave a Reply