Saturday, November 9, 2024
বাড়িচাঁপাইনবাবগঞ্জশিবগঞ্জশিবগঞ্জে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা

শিবগঞ্জে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা

আহসান হাবীব,(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ চর এলাকা আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে উপজেলার চরালঞ্চলের ১০জন নারী কৃষক ও ২০জন পুরুষ কৃষক অংগ্রহণ করেন।
প্রশিক্ষনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, চরালঞ্চলে অনেক কৃষক চাষাবাদের সঠিক পদ্ধতি না জানার কারণে সবজি ফলাতে পারেন না। ফলে চরালঞ্চলের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া চরাঞ্চলের অনেক কৃষাণী রয়েছেন, যারা পুরুষদের পাশাপাশি নারীরা কৃষি কাজে জড়িত রয়েছে। তাঁদের কৃষি নির্ভর করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাঠক পদ্ধতিতে চাষাবাদ উপযোগী কৃষণ-কৃষাণী তৈরির জন্য চর এলাকা আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালা। আশা করি আজকের প্রশিক্ষণ নিয়ে চরাঞ্চলের কৃষক-কৃষাণীরা উপকৃত হবেন।
এছাড়াও অনাবদি পতিত জমি আবাদের আওতায় আনয়ন, শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ, উৎপাদন বৃদ্ধিকরণ, শস্য মজুদকরনের সঠিক পদ্ধতি সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারি কৃষি অফিসার সুনাইন বিন জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত