Wednesday, December 4, 2024
বাড়িচাঁপাইনবাবগঞ্জশিবগঞ্জশিবগঞ্জে ভূক্তভোগী শিক্ষককে কারণ দর্শনের নোটিশ

শিবগঞ্জে ভূক্তভোগী শিক্ষককে কারণ দর্শনের নোটিশ


আহসান হাবীব,শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক মাদ্রাসার শিক্ষককে কেরানির রুমে ডেকে রীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ এই শিরোনামে চাঁপাই জনপদ প্রকাশের জেরে ওই শিক্ষককে এবার কারণ দর্শনের নোটিশ করেছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ। গত ৬ নভেম্বর বিভিন্ন জাতীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশের পরদিন ৭ নভেম্বর এই নোটিশ জারি করেন শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকোরী আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাঃ আনোয়ারুল ইসলাম।
নোটিশে বলা হয়েছে, সিনিয়র প্রভাষক (ইংরেজি) মোঃ আলমগীর হোসাইন আপনি মিথ্যা-চাঁদাবাজ, বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকায় অত্র মাদ্রাসার প্রভাষক (ইতিহাস) সফিকুল ইসলাম, প্রভাষক (বাংলা) মোঃ নিলাম হোসেন ও অফিস সহকারি জিয়াউর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন। আপনার বিরুদ্ধে তাঁরা লিখিতভাবে এমন অভিযোগ করেছেন। তাছাড়া আপনাকে মারধরের বিষয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন। প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই অন্যায় একাজ গুলো করেছেন। আপনার বিরুদ্ধে কেনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে আগামী ৭দিনের মধ্যে সন্তোষ্টজনক জবাব লিখিতভাবে দাখিল করতে বলা হলো।
ভূক্তভোগী প্রভাষক (ইংরেজি) মোঃ আলমগীর হোসাইন বলেন, আমি কোন অন্যায় বা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমি প্রধানকে মারধরের বিষয়টি অবগত করলেও তিনি ব্যবস্থা নেননি। এতে আমি বৈষম্যের শিকার হয়েছি। বিধায়, জেলা প্রশাসক মহোদয়ের দ্বারস্থ হয়েছি।
এব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাঃ আনোয়ারুল ইসলাম জানান, প্রভাষক (ইংরেজি) মোঃ আলমগীর হোসাইন প্রভাষক (ইতিহাস) সফিকুল ইসলাম, প্রভাষক (বাংলা) মোঃ নিলাম হোসেন ও অফিস সহকারি জিয়াউর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছেন বলে তাঁরা আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে প্রভাষক (ইংরেজি) মোঃ আলমগীর হোসাইন ৭ দিনের মধ্যে জবাব দিনে কারণ দর্শনের নোটিশ করা হয়।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর শিবগঞ্জে মাদ্রাসার শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ শীর্ষক শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হলে গত ৭ নম্ভেবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাঃ আনোয়ারুল ইসলাম ভূক্তভোগী প্রভাষক (ইংরেজি) মোঃ আলমগীর হোসাইনকে কারণ দর্শনের নোটিশ করেন।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত