Saturday, November 9, 2024
বাড়িঅন্যান্যশেরপুরে ভারতীয় মদসহ গ্রেফতার

শেরপুরে ভারতীয় মদসহ গ্রেফতার

.এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার :


শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী মিশন এলাকার অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ মদসহ বিনোদন কোচকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। সে পশ্চিম সমশ্চূড়া এলাকার অনিল কোচের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান।

মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের চৌকস উপ-পুলিশ পরিদর্শক এসআই শফিকুর রহমান, সহকারী উপ পুলিশ পরিদর্শক এএসআই সোহরাব হোসেন, আরিফুল ইসলাম, সোহেল রানা, কনস্টেবল উজ্জলসহ সঙ্গীয় ফোর্স।

উদ্ধারকৃত মাদক দ্রব্যের বাজার মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা। ধৃত মাদক ব্যবসায়ির নামে নালিতাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ধৃত মাদক ব্যবসায়িকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত