আল আমিন মিলন, আত্রাই, প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান - ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন।
২৬ জুন বুধবার সকালে একটানা চতুর্থ মেয়াদে চেয়ারম্যান হিসাবে এবাদুর রহমান প্রামানিক, দ্বিতীয় মেয়াদে পুরুস ভাইস চেয়ারম্যান হিসাবে হাফিজুল ইসলাম শেখ এবং প্রথম বিজয়ী হয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২৫ জুন বিভাগীয় কমিশনার রাজশাহীর অফিসে শপথ গ্রহণ করেন তারা। দায়িত্ব গ্রহণকালে নিজ নিজ অফিসে কর্মী-সমর্থকদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়। এসময় কর্মী সমর্থকরা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
শুভেচ্ছা বিনিময়তালে তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করায় কর্মী সমর্থক ও ভোটারের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানগণ।