আবুল হোসেন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৪৫৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম , ভুঠা, সরিষা, শীতকালীন পিঁয়াজ, চিনা বাদাম, মুসূর, খেষারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
এসময় নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সমাজসেবা অফিস সোহেল রানা, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। বীজ সার বিতরণী উদ্বোধন শেষে "ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগীতা চাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বিষ প্রয়োগের মাধ্যমে ইঁদুর দমনের অভিযান শুরু করেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।