নিজস্ব প্রতিবেদক
রবিবার বেলা ১১টার সময় ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোস্যাল এন্ড বিহেভিয়ার চেইঞ্জ প্রকল্পের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদরের আতাহার তাহফিজুল কোরান মডেল দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বাল্যবিবাহ রোধ ও শিশুর প্রতি সংহিসতা রোধে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে শিক্ষার্থী ও অভিভাবকদের বাল্যবিবাহের কুফল ও শিশু সংহিতা বিষয়ে সচেতন করা হয়। এসময় অভিভাবক ও শিক্ষার্থীরা বাল্যবিাবহকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে বাল্যবিবাহ রোধে শপথ গ্রহন করেন। এছাড়াও শিশুর প্রতি সংহিতা শিশুর মানসিক ও শারীরিক বিকাশ ব্যহত করে। তাই শিশুর নিরাপদ বেড়ে উঠার জন্য অবশ্যই আমাদের সহযোগিতা করতে হবে এবং শিশুদের প্রতি যেকোন ধরনের সহিংসতা বন্ধ করার আহ্বান জানানো হয়। এই সংলাপে মেয়েদের জরায়ু ক্যান্সার সম্পর্কে সচেতন করা হয় এবং জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচিপিভি টিকা গ্রহনে উদ্বুদ্ধকরন করতে উপস্থিত জনগণকে সচেতন করা হয়।
বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সংহিসতা রোধে সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতাহার তাহফিজুল কোরান মডেল দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাঃ কামরুজ্জামান মন্ডল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ওয়ালিদ হাসান, মাওলানা মোঃ আলমগীর হোসেন, মোঃ আবু সালেহ (শাহীন) প্রমুখ।