নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় সমন্বয়ক পরিচয়ে এক নারী চিকিৎসককে হেনস্তার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে চিকিৎসক ও মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা। প্রতিবাদে সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে বিক্ষুব্ধরা। এতে মেডিকেল শিক্ষার্থীদের সাথে চিকিৎসক ও নার্সসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। এসময় এই ধরনের কার্যক্রমের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করলে অভিযুক্তদের কঠোর হাতে প্রতিহত করার হুশিয়ারি দেয় তারা।
মানববন্ধনে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: পিযূষ কুমার কুন্ডু, ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধারক ডা: জাহিদ নজরুল, ভুক্তভোগী জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা: ফারহানা ফারুক তন্দ্রা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁ মেডিকেল কলেজে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী হাসিবুল হাসান ও নওগাঁর সমন্নয়ক আরমান হোসেন বক্তব্য রাখেন