কানিজ ফাতেমা (ভেড়ামারা/কুষ্টিয়া)
কুষ্টিয়া জেলার ভেড়ামারা, মিরপুর,দৌলতপুর বাসী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট বহাল রাখার দাবীতে আগামী ২৫ /৫/২০২৪ শনিবার সকাল ১০টায় মানববন্ধন শুরু হবে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের ও ভেড়ামারা নাগরিক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় আলোচনা করেনসহযোগী সংগঠন হিসেবে আলোর দিশারী যুব সংগঠন চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট বহালের দাবীতে বিশেষ ভুমিকা রাখছে।আলোর দিশারী যুব সংগঠন ও ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর উপজেলার সাধারণ জনগণ চিত্রা এক্সপ্রেস এর রুট পরিবর্তন আত্মঘাতী সিদ্ধান্ত বাতিলের দাবী জানায়।আলোর দিশারী যুব সংগঠন ও ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর উপজেলা বাসীর দাবী বাস্তবায়নের আন্দোলনে মানববন্ধন সফল করতে আলোর দিশারী যুব সংগঠন সহ ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর উপজেলার সকল নাগরিকদের মানববন্ধনে যোগদান করার জন্য বিশেষ ভাবে আহবান জানান।