মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
ঝিকরগাছা বাজারের দীর্ঘদিনের মাইকিং ও সাউন্ড ব্যবসায়ী বশির ভয়েসের মালিক বশির আহমেদ ইন্তেকাল করেছে। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন"আজ দুপুর ০১টা ৪৫ মিনিটে ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন মরণঘাতী ক্যান্সারে ভুগছিলেন তিনি। ঝিকরগাছায় ভোট বা শোক সংবাদ, স্কুলকলেজের ভর্তি সহ বিভিন্ন বিজ্ঞপ্তি সহ হরেক রকম পণ্যের প্রচার, মাইকিংয়ের জন্য বশির আহমেদের কণ্ঠ ছিল সকলের সেরা।আল্লাহ তাকে জান্নাত নসিব করুন,আমিন।এবারে নির্বাচন এর মাইকিং তার জীবনের শেষ মাইকিং ছিলো, তার মৃত্যুতে পুরা ঝিকরগাছা বাসী শোকাভীত হয়ে গেছে।