তোফায়েল আহমেদ তুহিন নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছে, আহত হয়েছেন আরও ১০জন।
সোমবার (৮ জুলাই) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার দামকুড়া গ্রামের শরিফ উদ্দিন (৬২) এবং একই উপজেলার বনগাঁ পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৮)।
প্রত্যক্ষদর্শী সুমন জানান, আমরা ১২ জন দুপুরের দিকে ভটভটি যোগে গরু ক্রয়ের উদ্দেশ্যে উপজেলার ছাতড়া গরুর হাটে যাচ্ছিলাম। পথে নিয়ামতপুর - টিএলবি সড়কের সাংশইল ব্রিজ এলাকায় আসলে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় । এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ ফারহানা আফরোজ বলেন, নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। প্রাথমিক চিকিৎসার পর ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান , ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।