নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে নন্দীগ্রাম উপজেলার সকল পূজা মন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ই সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদের হলরুমে পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি নেতা ও সাবেক মেয়র শ্রী সুশান্ত কুমার সরকার শান্ত'র সভাপতিত্বে এবং বিধান চন্দ্র মোহন্তের সঞ্চালনায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, (নন্দীগ্রাম-কাহালু) ৩৯, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: মোশারফ হোসেন। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো: আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র রায়, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরিফুল হক মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মেহেদি হাসান শাহীন, সাদিকুল ইসলাম শাহীন, জিয়াউর রহমান জিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী আহম্মেদ প্রম্যখ। এছাড়াও নন্দীগ্রাম উপজেলার সকল পূজা মন্ডপ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি আলহাজ্ব মোশারফ হোসেন তার বক্তব্যে বলেন-আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আপনারা হিন্দুর সম্প্রদায়ের লোকজন নির্ভয়ে-নিরাপদে পূজা উদযাপন করবেন। আপনাদের সার্বিক সহযোগিতায় নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সজাগ দৃষ্টি রাখবে।