গোলাম রাব্বানী
ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জাদুরানী বাজারে এজেন্সি অফিস, কক্ষে প্রগতি লাইভ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষ থেকে কর্মী মিটিং ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
জনাব কার্তিক পান্ডে,
প্রকল্প পরিচালক কৃষ্ণচূড়া প্রজেক্ট।
গেস্ট অফ অনার:
হিসাবে উপস্থিত ছিলেন
হরিপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কায়উম পুষ্প।বিশেষ অতিথি : জনাব মোঃ আবু সাঈদ, এজিএম, রানীশংকৈল সর্ভিসিং সেল অফিস ইনচার্জ, কৃষ্ণচূড়া প্রজেক্ট।
জনাব মোঃ হবিবর রহমান চৌধুরী, চেয়ারম্যান ২ নং আমগাও ইউনিয়ন পরিষদ।
জনাব মোঃ পায়গাম আলী মহোদয়। সহকারী শিক্ষক, রাণীশংকৈল বিএম কলেজ,
জনাব মোঃ আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজসেবক, হরিপুর ঠাকুরগাঁও।
আরও বিভিন্ন সহযোগী সংগঠনের পেশাশ্রেণীর সদস্য গণ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় প্রধান অতিথি বলেন আমরা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে সাধারণ মানুষের মাঝে ব্যাপক হারে আস্থা অর্জন করেছি,
সময় মতো গ্রাহকদের অর্থ সঠিকভাবে বিতরণ করি এখানে কোন ঝুঁকি নেই, এখানে কোন টাকা আত্মসাৎ হওয়ার কোন ঝুঁকি নেই গ্রাহকদের জমাকৃত টাকা ব্যাংকিং এজেন্টের মাধ্যমে জমা করে থাকি আমরা হাতে কোন লেনদেন করিনা গ্রাহকদের মাঝে আমরা সঠিকভাবে সেবা প্রদান করে থাকি।
হরিপুর উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কায়উম পুষ্প মহোদয় বলেন, আমি সকলকে ধন্যবাদ জানাই আপনারা সবাই প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সদস্য হতে পেরেছেন বলে, আমিও চাই এই বিমা সংস্থার কার্যক্রম গুলো আরো গতিশীল হোক, মানুষের মনের আস্থা অর্জন হোক, মানুষ সঠিক সেবা পাক, মানুষ সঠিকভাবে অর্থ উপার্জন করবে এবং এই বিমার কার্যক্রমগুলো আমার মন থেকে ভালো লাগে, আপনারা সবাই এই বীমায় একটি করে বিমা একাউন্ট করবেন ভবিষ্যতের জন্য কিছু অর্থ জমা করবেন উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি।
উক্ত সভায় বিভিন্ন অতিথি বৃন্দগন বিভিন্ন ভাবে বক্তব্য রাখেন। উক্ত সমাবেশে সকল আলোচনা শেষে সভার সভাপতি, জনাব মোঃ মাহাবুব রহমান, বিএম, হরিপুর জাদুরানী বাজার অফিস ইনচার্জ কৃষ্ণচূড়া প্রজেক্ট। উক্ত সভার উপস্থিতি সকলের জন্য দোয়া ও শুভ কামনা জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।
আয়োজনে: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড,জাদুরানী বাজার এজেন্সি অফিস স্থান : জাদুরানি বাজার এজেন্সি অফিস হরিপুর, ঠাকুরগাঁও।