স্টাফ রিপোর্টার মোঃ আতিকুর গোলদার
৪নং খর্ণিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়
ডাকঘর: খর্ণিয়া, উপজেলা: ডুমুরিয়া, জেলা: খুলনা।
ইউপি/স্বর্নিলা বুলিনা। প্রত০৯-১০৫/2028
ভবিষ: ১৮/৫/১৪
প্রত্যয়ন পত্র
আমিএই মর্মে প্রত্যয়ন করছি যে আমি সোহানুর জামান সোহান (১৯), পিতা- আরশাব আলী শেখ, মাতা- মাফুজা বেগম, জন্ম নিবন্ধন নং- ২০০৫৪৭১৩০৪০০০৮২২৭, গ্রাম- উখড়া, ডাকঘর- সাজিয়াড়া, উপজেলা- ডুমুরিয়া, জেলা- খুলনা- কে আমি চিনি ও জানি। তিনি টিউমার জনিত কারনে বর্তমানে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকাতে চিকিৎসাধীন আছেন। তার উন্নত চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। তার পিতা একজন দীনমজুর, পিতার আর্থিক অবস্থা অত্যান্ত নাজুক। প্রতিদিন স্বলআয়ের মাধ্যমে তার পিতা পরিবারের সন্তানদের লেখাপড়া সহ সকল প্রকার খরচ বহন করতে হয়। যাহা তার পিতার পক্ষে দুঃসাধ্য। ইতিমধ্যে তার পরিবারের ও আত্মীয় স্বজনের গচ্ছিত টাকা তার চিকিৎসায় ব্যয় হয়েছে। বর্তমানে তার উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে সম্বভ নয়। এমতাবস্থায় তার সুচিকিৎসা ও সার্বিক সহযোগিতা করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে জোর সুপরিশ করছি।
আমি তার আশু রোগমুক্তি কামনা করি।
126
দিদারুল হোসেন চেয়ারম্যান
শেখ গুনং বর্ণিয়া ইউনিয়ন পরিষদ ডুমুরিয়া আকুল আবেদন জানাচ্ছি সবার কাছে সবাই আমাকে একটু সাহায্য করবেন ফোন নাম্বার01933552600 নগদ ও বিকাশ পার্সোনাল নাম্বার