চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্টের আওতায় রহনপুর পৌর এলাকার তিনটি আরসিসি রাস্তার নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে এ নির্মান কাজের উদ্বোধন করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জাহানারা পারভিন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উ়ল্লেখ্য, পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের রহমত পাড়া আরএইচডি মেইন রোড হতে রাজিবের বাড়ি পর্যন্ত ১০০ মিটার, খোয়ার মোড় মুন্টির বাড়ি হতে এনামুলের বাড়ি পর্যন্ত ৬০ মিটার ও ৪ নাম্বার ওয়ার্ডের কলোনির জাফরুল্লাহর বাড়ি হতে সাইফুল এর বাড়ি পর্যন্ত ৪০ মিটার রাস্তা নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ১৮ লাখ ৮২ হাজার ৮৩৭ টাকা।