আহসান হাবীব রনি (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারের লিজকৃত জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে লিখিতভাবে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদ গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে আবুল কাশেম নামে এক ভুক্তভোগী।
অভিযোগে তিনি উল্লেখ্য করেন, পৌর এলাকার কামারপট্টির মৃত এন্তাজ উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম, সেলিমাবাদ দেওয়ান জাইগির (কোর্ট বাজার) গ্রামের গুদও মিস্ত্রি, দূর্লভপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের মৃত সাজ্জাদ আলীর নওশাদ আলীসহ আরো অজ্ঞাত কয়েকজন বহুদিনের ভোগদখলের সম্পতি যাহা যাবতীয় কাগজপত্র রয়েছে। অভিযুক্তগণ জোরপূর্বক আমার জমির দখল করতে আসলে আমি তাদেরকে বাধা-নিষেধ প্রদান করি। এবং অভিযুক্তগণের হাতে থাকা বিভিন্ন অস্ত্র দিয়ে আমার দিকে আসলে প্রাণের ভয়ে আমি পালিয়ে আসি।
এদিকে, অভিযুক্ত মনিরুল ইসলাম বলেন, আমি আবুল কাশের কোন জমি দখল করতে যায়নি। আমার জমির পাশ দিয়ে একটি সরকারি রেকর্ডিও রাস্তাটি মেরামত করেছি। যাতে সকলের চলাফেরা করতে পারেন। কিন্তু তিনি আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এস.আই খোকন চন্দ্র ভৌমিক জানান, অভিযোগটি আমি হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।