Friday, December 27, 2024
বাড়িঅন্যান্যধামইরহাটে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ

ধামইরহাটে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁর ধামইরহাটে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ-বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাস্তব সম্মত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত ইউএনও মো. মোস্তাফিজুর রহমান। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে ও যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবালের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাসদা, যুব সংগঠক রাসেল মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন আরাফ, সফল নারী যুব উদ্যোক্তা তাপসী মনিজা, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, পৌর ছাত্রদলের আহবায়ক সাইদ বিন জাবেদ প্রমুখ। সবশেষে মানবসেবা, উপজেলা যুব ফোরাম ও সোনার বাংলা যুব সংগঠনসহ সফল ৩ জন যুব সংগঠক ও একজন নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ১২ জনের মাঝে ৫ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক ও ২টি সংগঠনের মাঝে ২০২৪ সালকে স্মরনীয় করতে রাখতে ২৪টি গাছের চারা বিতরণ করা হয়।

ধামইরহাটে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল রাতে দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ৩৩জন শিক্ষার্থীদের নিয়ে একটি র্পূণাঙ্গ কমিটি প্রকাশ করে উপদেষ্টা পরিষদ। কমিটিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোয়াজ্জেম হোসেন সজলকে সভাপতি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শিবলী নোমানকে সাধারণ সম্পাদক ও রাকিব হাসান রাহাতকে সাংগঠনিক সম্পাদক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিতু সাহাকে দপ্তর সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব শীলকে কোষাধ্যক্ষ করা হয়।
এ বিষয়ে কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন সজল জানান, গত ২০২১ সালে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন কমিটির প্রথম যাত্রা শুরু করা হয়। মহামারি করোনা ভাইরাসে টিকা প্রদান সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ^বিদ্যালয়ে লেখাপড়ার বিষয়ে ধারণা প্রদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর্থিক সহায়তাও করা হয়েছে। এছাড়াও ধামইরহাটের বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপণ কার্যক্রমে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে, আসন্ন শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আবাবিল জানান, আগামিতে অসহায় দুস্থ পরিবারের পাশে দাড়ানোসহ নানান কার্যক্রম পালন করাসহ এলাকার শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংগঠনটি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আলোর মশাল বাহক হিসেবে সংগঠনটি এগিয়ে চলুক।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত