Thursday, December 26, 2024
বাড়িUncategorizedনন্দীগ্রামে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

নন্দীগ্রামে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া সিভিল সার্জন অফিস বগুড়ার বাস্তবায়নে ও লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মশালা আয়োজন করা হয়।

গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) হলরুমে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল। জেলা সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, মেডিকেল অফিসার ডা. জোর্তিময় কবিরাজ, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, সাংবাদিক প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, বিজরুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক, বৈদিক সংঘ ও মঠ পরিচালক অরুন জ্যোতি, ইউপি সদস্য হাশেম আলী, মহিলা ইউপি সদস্য বেবি নাজনীন প্রমুখ।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত