Friday, December 27, 2024
বাড়িচাঁপাইনবাবগঞ্জশিবগঞ্জশিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা

শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা

আহসান হাবিব , শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশু নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে ধর্মীয়দের নিয়ে তিনব্যাপী কর্মশালা হয়েছে। রবিবার শুরু করে কর্মশালাটি চলে মঙ্গলবার পর্যন্ত।
ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে শিবগঞ্জ উপজেলা বিআরডিবি’র সভা কক্ষে মসজিদের ইমাম ও সনাতন ধর্মাবলম্বীদের পুরোহিত নিয়ে কর্মশালাটি হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল খান, শিবগঞ্জ উপজেলা শেখ রাসেল শিশু ও প্রশিক্ষণ কেন্দ্রের সমাজ কর্মী আরফাতুন নেছা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহিন আক্তার, এসআই জহুরুল ইসলাম সহ অন্যরা।
কর্মশালায় শিশু নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে করনীয় দিকসমুহ বিষায়াদি তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রজেক্ট অফিসার  উত্তম মন্ডল । সঞ্চালনায় উপস্থিত ছিলেন,  কমিউনিটি ফ্যাসিলিটেটর আলী হায়দার বাপ্পী।
কর্মশালায় বক্তারা বলেন, শিশু নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হবে। অভিভাবক সমাবেশে, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে
বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি হয় তা তাদের মাঝে তুলে ধরতে হবে। সংলাপে বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে।
বক্তারা আরো বলেন, বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনামুলক সভা সেমিনার করতে। প্রয়োজনে ঘটক, ইমাম, মোড়ল, কাজী, পুরোহিত, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন যদি আমরা নিজেরা সচেতন হয় এবং আশেপাশের এলাকায় সচেতন করি এবং বাল্য বিবাহের ক্ষতিকর দিক তুলে ধরি তাহলে শিশু নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ বা নিরোধ করা সম্ভব হবে।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত