Monday, December 23, 2024
বাড়িঅন্যান্যঅপ-সাংবাদিকতা করার প্রমাণ মিললে বহিস্কার

অপ-সাংবাদিকতা করার প্রমাণ মিললে বহিস্কার

বগুড়া প্রতিনিধি :


বগুড়ার শিবগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, সংগঠনের কোনো সদস্যের অপ-সাংবাদিকতা করার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষনিক বহিস্কার করা হবে।

শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ সদরের সোনালী ক্যান্টিনে সংগঠনের বর্ধিত সভায় সাংবাদিক এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকছুদ আলম হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দয়া।

বর্ধিত সভায় সাংবাদিকদের সমন্বয়ে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে এমদাদুল হক আহবায়ক, রবিউল ইসলাম রবি সদস্য সচিব, নুহুরুল হক রুবেল যুগ্ম আহবায়ক এবং শাহজাহান আলীকে যুগ্ম আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা ও অনুমোদন করা হয়।

সাংবাদিক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাব জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী রহমান, জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য নিশা হাসান সুমন, শাফায়াত সজল, গোলাম রসুল, এমদাদুল হক রনি, রাসেল মাহমুদ, আব্দুল আহাদ ও সাংবাদিক অনন্ত সেলিম।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার, সাংবাদিক সোহেল রানা মিঠু, কনক দেব, মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান, শিবগঞ্জ বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, বুড়িগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুর রহিম, মহাস্থান প্রেসক্লাবের সহ সভাপতি তাহেরা জামান লিপি, সাংবাদিক গোলাম রব্বানী শিপন, মিজানুর রহমান, সুবীর কুমার দত্ত, আনোয়ার হোসেন, প্রভাষক নয়ন সরকার, প্রভাষক আশিস কুমার রায়, আজমীর হোসেন প্রমুখ।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত