আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে চোর সন্দেহে দুই যুবককে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
শুক্রবার গভীর রাতে উপজেলার বিশা ইউনিয়নের খাসখামার গ্রাম থেকে ওই দুজনকে আটক করা হয়। আটক দুই জনের বিরুদ্ধে মামলা রুজুর পর শনিবার আদালতে প্রেরণ করেছে আত্রাই থানা পুলিশ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন,শুক্রবার গভীর রাতে উপজেলার বিশা ইউনিয়নের খাসখামার গ্রামে চোর সন্দেহে হৃদয় শেখ (২২) ও সেলিম মৃধা (৩৫) নামে দু’জনকে আটক করে গ্রামবাসী।
আটক দুইজন একই গ্রামের মিলন বিশ্বাসের ছেলে হৃদয় এবং মেছের মৃধার ছেলে সেলিম। পরে রাতেই তারা থানাপুলিশে সোর্পদ করে। এরপর তাদের বিরুদ্ধে মামলা রুজুকরে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।