সারওয়ার জাহান সুমন,গোমস্তাপুরঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকবাংলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সভাপতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মু. জিয়াউর রহমান।
১৪ জুলাই (রবিবার) বিকেল ৪ টায় ২০২৩-২০২৪ অর্থবছরের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় “স্মার্ট কৃষি- স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা চত্বরে এসে ফিতা কেটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
স্টল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সভাপতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল হোসেন আলিম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী, বীর মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরী, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা চৌধুরী জোবায়ের আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার। আলোচনা শেষে গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট অঞ্চলে কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জের-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান ও সফল কৃষি উদ্যোক্তা এআইপি অর্জনকারী রফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। তিন দিনব্যাপী এই মেলায় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গম্ভীরা অনুষ্ঠিত হবে। মেলায় মোট ১৮টি স্টল রয়েছে। অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, কৃষি উদ্যোক্তা, কৃষক – কৃষাণী সহ স্থানীয় গণমাধ্যম কর্মী।