Sunday, December 22, 2024
বাড়িঅন্যান্যচাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতামূল সভা

চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতামূল সভা

আহসান হাবীব,(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক
সভা হয়েছে। সোমবার সকাল দশটায় ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর
স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের
ধাইনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে স্থানীয় সাধারণ জনগণ, ইমাম, পুরোহিত, শিক্ষার্থীরা ও অভিভাবকদের নিয়ে মত বিনিময় করে থাকেন।
সাথে শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে স্থানীয় ব্যবসায়ীক গোষ্ঠী ও
বেসরকারি খাতের ফোরামগুলোর করনীয় দিকসমুহ এবং বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে রেড কার্ড তুলে ধরার বিষায়াদি এবং নয় থেকে চৌদ্দ বছরের নারীর জন্য এইচপিভি টিকা নেওয়ার বিষয় গুলো তুলে ধরেন ওয়ার্ল্ড
ভিশনের চাঁপাইনবাবগঞ্জের প্রজেক্ট অফিসার উত্তম মন্ডল । সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আলী হায়দার বাপ্পী কমিউনিটি ফ্যাসিলিটেটর ,
অনুষ্ঠানের প্রধান অতিথিঃ মোঃ সাইফুল ইসলাম
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব নজমুন আহসান, ধাইনগর বালিকা উচ্চ বিদ্যালয়
বিশেষ অতিথিঃ জনাব শাকুরিয়া চৌধুরী, মোঃ মোমিনুল হক সহ আরও অনেকে এবং ইউপি সদস্য বৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হবে,
অভিভাবক সমাবেশে, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে
বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি হয় তা তাদের মাঝে তুলে
ধরতে হবে। সংলাপে বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের
কঠোর প্রয়োগ করতে হবে।
বক্তারা আরো বলেন, বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনামুলক সভা সেমিনার করতে। প্রয়োজনে ঘটক, ইমাম, মোড়ল, কাজী, পুরোহিত, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে।
সংলাপে বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে বলেন। বক্তারা আরও বলেন এজন্য আইনের আশ্রয় নিতে হবে। আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব। এজন্য সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্রয়োজনে সময়মতো প্রশাসনকে জানাতে হবে।শিক্ষার্থীরা আরও বলেন যদি আমরা নিজেরা সচেতন হয় এবং আশেপাশের এলাকায় সচেতন করি এবং বাল্য বিবাহের ক্ষতিকর দিক তুলে ধরি
তাহলে
বাল্যবিয়ে প্রতিরোধ বা নিরোধ করা সম্ভব হবে।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত