চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ ১১ তারিখ সকালে পৌর এলাকার বালুবাগান চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন Root of Life জীবনের মূল এর প্রধান উপদেষ্টা ও শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন মাইনুল ইসলাম- চ্যারেটি ব্লাড ইউনিট, ঈসমাইল হুসেন সিরাজী-মহানন্দা স্বেচ্ছাসেবী সংস্থা,মাহবুব আলম-স্পর্শ রক্তদান আহমেদ বিপ্লব-বেটার চাঁপাইনবাবগঞ্জ
নাহিদ উজ্জামান- শান্তি নিবিড় পাঠাগার,আবু জার গিফারী-টিম ওয়ার্ক, শামিম রেজা-শাহজাহানপুর ব্লাড ইউনিট,গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি,স্বপ্নঞ্চুড়া ব্লাড ফাউন্ডেশন,
চাঁপাই ব্লাড ডোনেট ইউনিট
র্যাপিডলি ব্লাড ব্যাংক মানব সেবায়, আমরা চাঁপাই হেল্পজোন, মহারাজপুর ব্লাড ফাউন্ডেশন
সহ জেলা বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগন।