মোঃ সিফাত রানা
চাঁপাইনবাবগঞ্জ জেলায় আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মিন্টু রহমান
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান।
সোমবার (২২ এপ্রিল) জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান, বিপিএম,পিপিএম সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ২০২৪ সালের গত মার্চ মাসে অপরাধ দমন,মাদক ও অস্ত্র উদ্ধার,তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ,মামলা নিষ্পত্তি,নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় মিন্টু রহমানকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ নূরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার ( নবাবগঞ্জ সার্কেল)জাহাঙ্গীর আলম,অতিরিক্ত পুলিশ সুপার ( গোমস্তাপুর সার্কেল) রাকিবুল ইসলাম, সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ