এনামুল হক, স্টাফ রিপোর্টার
নিখোঁজের চারদিন পাড় হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জের যুবক জুয়েল ভূইয়ার খোঁজ দিতে পারেনি থানা পুলিশ। এ বিষয়ে নিখোঁজ জুয়েলের বাবা মোস্তফা ভুইয়া গত রবিবার (২৬ মে) রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন, তবে এখন পর্যন্ত কোনো তথ্য না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছে পুরো পরিবার।জানা যায়, জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকার মোস্তফা ভুঁইয়ার ছেলে জুয়েল পেশায় একজন মাল্টিপার্পাস কোম্পানিতে ব্যবসা করেন। গত শনিবার ( ২৫ মে ) বিকেলে বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেননি। এরপরের দিন রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। এ ঘটনায় এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন কিভাবে একজন যুবক দিনেদুপুরে নিখোঁজ হয়ে গেলো। নিখোঁজ জুয়েলের বাবা বলেন, আমার ছেলের খোঁজ নেই আজ কতোদিন হতে চললো। বাড়ির সবাই পাগলের মতন হয়ে যাচ্ছি তার সন্ধানে। কত জনকে কল দিয়েছি, কত জনের বাড়িতে গিয়েছি কোনো সন্ধান পাই নাই। থানায় জিডি করেছি (জিডি নং-১১২৩) কতদিন হলো তবে পুলিশ কোনো খোঁজ দিতে পারছে না। এদিকে, নিখোঁজ জুয়েলের স্ত্রী কান্না জড়িত কন্ঠে নিজের স্বামীর খোঁজ চেয়ে বলেন, বর্তমান যুগে মোবাইলের লোকেশন দিয়ে মানুষের অবস্থান পাওয়া যায়। তবে পুলিশ কেনো আমার স্বামীর কোনো সন্ধান দিতে পারছে না। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দীপক চন্দ্র সাহা জানান, আমরা চেষ্টা করছি। খোঁজ পেলেই অভিযান চালাব। উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করব।