মো. আবু রায়হান
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করায় রাজশাহী কলেজে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৪ অক্টোবর) সকাল ১১ টা ১৫ মিনিটে কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে ।
শিক্ষার্থীরা বলছেন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জাতির সামনে প্রমাণিত। এই সংগঠনকে নিষিদ্ধ করা সময়ের দাবি ছিল৷ এটা কোন ছাত্র সংগঠন ছিল না। এটা ছিল সন্ত্রাস গড়ার কারিগর। ছাত্রলীগ নেতাকর্মীদের দাপটে ক্যাম্পাসগুলো সন্ত্রাসের আতুড়ঘরে পরিণত হয়েছিল। তারা শিক্ষা, শান্তি, প্রগতির কথা বলে শিক্ষার্থীদের হাতে অন্ত্র তুলে দিত। গড়ে তুলত মাদকসেবী হিসেবে। চাঁদাবাজি, ছিনতাই, মারধর, হত্যা সহ এমন কোনো অপকর্ম নেই, যেখানে ছাত্রলীগ ছিল না। তাদের সংস্পর্শে এসে বহু মেধাবীর জীবন শেষ হয়েছে। অন্তবর্তীকালিন সরকার এই নিষিদ্ধাদেশ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
এ সময় ‘ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গী’, ‘খুনি হাসিনা ভারতে, ছাত্রলীগ মরগে’, ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’, ‘এক দুই তিন চার, ছাত্রলীগ দেশ ছাড়’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ আনন্দ মিছিল উপস্থিত ছিলেন। মিছিল শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেন শিক্ষার্থীরা।