Sunday, December 22, 2024
বাড়িঅন্যান্যজাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও হরিপুর উপজেলা শাখার কমিটি গঠন ও অনুমোদন।

জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও হরিপুর উপজেলা শাখার কমিটি গঠন ও অনুমোদন।


গোলাম রাব্বানী
ঠাকুরগাঁও প্রতিনিধি :

সারাদেশের সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলার আওতাধীন হরিপুর উপজেলা শাখার কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। এতে দৈনিক জবাবদিহি ‘র প্রতিনিধি জয়নুল আবেদীন কে সভাপতি ও প্রসিদ্ধ অনলাইন পত্রিকা অধিকার ডট কমের প্রতিনিধি মো: এম এইচ কাঞ্চন কে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
গত ০৩রা নভেম্বর রোববার জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির সাথে জেলা কমিটির মত বিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব কামরুল ইসলাম এই কমিটি ঘোষণা করেন। এর আগে জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত এই উপজেলা কমিটি গঠন ও অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি মো: গোলাম রব্বানী কে সহ-সভাপতি, দৈনিক ভোরের কন্ঠ পত্রিকার প্রতিনিধি মো: রাসেল রানাকে সহ: সাধারণ সম্পাদক, নিউজ টুয়েন্টি ওয়ান পত্রিকার প্রতিনিধি মো: আবুল কালাম আজাদ কে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের বাংলা পত্রিকার প্রতিনিধি মো: সাগর ইসলাম কে অর্থ ও দপ্তর সম্পাদক, দৈনিক ওয়ার্ল্ড রিপোর্ট পত্রিকার প্রতিনিধি মো: রুবেল আলী কে প্রচার-প্রচারণা ও পাঠাগার সম্পাদক, সিটিজি টিভি’র প্রতিনিধি মো: আজগর আলী কে নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক সমতল পত্রিকার প্রতিনিধি মো: ফিরোজ আলম কে নির্বাহী কমিটির সদস্য করে ০৯ সদস্যের নির্বাহী কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় সাংবাদিক সংস্থা’র নব গঠিত হরিপুর উপজেলা শাখা’র সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মো: এম এইচ কাঞ্চন জানান, সংগঠনের আদর্শকে ধারণ ও লালন করে উপজেলার সাংবাদিকদের অধিকার আদায়ে ও সকলকে নিয়ে ঐক্যবদ্ধ, গতিশীল ও আদর্শ সংগঠন গড়াই আমাদের লক্ষ্য। জেলা কমিটির বা সংগঠনের জেলা শাখার নির্দেশনা মোতাবেক ও সহযোগিতা নিয়ে সামনে উপজেলার সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ ব্যাপারে জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ জানান, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ও তাদের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত এই সংগঠন জেলার সাংবাদিকদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে গতিশীল ও শক্তিশালী করার জন্য হরিপুর উপজেলা শাখা গঠন ও অনুমোদন করা হয়েছে। আশা করবো এই উপজেলা কমিটি উপজেলা সকল সাংবাদিকদের জন্য কাজ করবে বলেও আশা প্রকাশ করেন এই দুই সাংবাদিক নেতা।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত