Saturday, December 21, 2024
বাড়িবাংলাদেশখুলনাঝিকরগাছায় গভীর রাতে চুরি ও ছুরিকাঘাতে একজনের হত্যার ঘটনা ঘটেছে।

ঝিকরগাছায় গভীর রাতে চুরি ও ছুরিকাঘাতে একজনের হত্যার ঘটনা ঘটেছে।

মো: সাদ্দাম হোসেন ইকবাল,
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালী গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের বাড়িতে ১৪/০৭/২৪ ইং- গভীর রাতে আনুমানিক ০২:৪৫ মিনিটের সময় রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে অজ্ঞাতনামা চোর। ধারণা করা হচ্ছে, রান্নাঘরের জানালার গ্রিল কেটে চোর রুমের ভেতরে প্রবেশ করে এবং চুরির সময় ভিকটিম ফেরদৌসী খাতুন (৫০) তাদেরকে দেখে ফেলে এবং চিনতে পারে, ফেরদৌসী খাতুনের বাম কারনে পাশে, ডান হাতের আঙ্গুলে ও বাম বুকে ধারলো চাকু দিয়ে আঘাত করে ঘটনাস্থলেই ফেরদৌসী খাতুন (৫০) মারা যান এবং তার মেয়ে জান্নাতি খাতুনের বুকের ডান দিকে বগলের নিচে চাকু মেরে আহত করে পালিয়ে যায় চোর। জান্নাতি খাতুন বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্পেন প্রবাসী আলতাফ হোসেন ও নিহত ফেরদৌসী খাতুনের তিন সন্তান বড় ছেলে বাবা আলতাফ হোসেনর মতনই স্পেন প্রবাসী, মেয়ে জান্নাতি খাতুন আহত এবং ছোট ছেলে নওয়ালি হাফিজিয়া মাদ্রাসায় পড়া শোনা করে, পড়া শোনার জন্য মাদ্রাসাতেই থাকে ঘটনার সময় সে মাদ্রাসাতেই ছিলো এজন্য তার কিছুই হয়নি।

ঘটনার পরপরই আহত জান্নাতি খাতুন তাদের বাড়ির পাশেই বাসা চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচী নিলুফা খাতুন (৪০) কে খবর দিলে, বিষয়টা জানালে তারা স্থানীয় লোকজন নিয়ে ঘরের ভিতর প্রবেশ করে দেখতে পাই ফেরদৌসী খাতুনের মৃতদেহ পড়ে আছে।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত