Monday, December 23, 2024
বাড়িঅন্যান্যঝিলিম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা

ঝিলিম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা


প্রদীপ হেমব্রম, নিজস্ব প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে, চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসানের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন, ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি পাল।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করেন। এসময় চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান প্রতিটি ওয়ার্ডে সম উন্নয়নের আশ^াস দেন।
ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি পাল জানান, ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৯ লাখ ৬৯ হাজার ৯৭৬ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪৯ লাখ ৪৯ হাজার ৯৭৬ টাকা। উন্নয়ন আয় ও ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা। বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন,স্বাস্থ্য ও শিক্ষা খাতকে এগিয়ে রাখা হয়েছে।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্ষুদ্রজাতিসত্বা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত