রায়হান উদ্দিন রুবেল।
মাদারীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবকদল মাদারীপুর জেলার ডাসার উপজেলা শাখার উদ্যোগে ভুরঘাটা-শশিকর সড়কের কাজীবাকাইর চৌরাস্তা বাসস্ট্যান্ডের আজ বৃহস্পতিবার বিকেলে পরিস্কার-পরিছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ,যুগ্ম আহবায়ক সাত্তার আকন,আলিম হাওলাদার,মানিক,সৈয়দ সজিব,হরসিদ, কাজী আসিফ,ইব্রাহিম, মিলন,শরিফুল ইসলাম, রিপন সহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নির্দেশে উপজেলা কমিটির নেতাকর্মী সব সময় মাঠে থাকেন। আমাদের এ কর্মসূচি চলমান থাকবে। অসাম্প্রদায়িক চেতনায় আমরা বিশ্বাসী। বাংলাদেশে কেউই সংখ্যালঘু না।