Sunday, December 22, 2024
বাড়িঅন্যান্যনওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-২

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-২

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডে আসামি আতাউর রহমানের একটি পাকা বসতবাড়ির উত্তর সিড়ির সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা, (ডিবি) পুলিশের কর্মকর্তারা। 

একটি সাদা রংয়ের বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ০২ টি পোটলায় কসটেপ দ্বারা প্যাচানো ৪ কেজি গাঁজা রাখা হয়েছিলো।

আটককৃতরা হলো নওগাঁ জেলার মান্দা উপজেলার পাজরভাঙ্গা এলাকার কাদের প্রামাণিকের ছেলে মামুনুর রশিদ বাবু (২৬) ও পাজরভাঙ্গা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আতাউর রহমান।

সোমবার তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা ডিবির পরিদর্শক ইনচার্জ হাসমত আলী জানান,নওগাঁ জেলার নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে এসআই আলী আকবর এসআই মামনুর রশিদ ও এসআই ইয়াসির আরাফাত   জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম রবিবার দিবাগত রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাজরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ০২ টি পোটলায় কসটেপ দ্বারা প্যাচানো ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, মাদকের এ চালানটি নিয়ে তারা উপজেলার পাজরভাঙ্গায় আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জেলা গোয়েন্দা শাখা,(ডিবি)পুলিশের সাব-ইন্সপেক্টর চৌকস পুলিশ অফিসার মামুনুর রশিদ বাদী হয়ে মান্দা থানায় একটি এজাহার দায়ের করে।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত