Saturday, December 21, 2024
বাড়িঅন্যান্যনন্দীগ্রামে অর্থনৈতিক শুমারী বাস্তবায়নের লক্ষে স্থায়ী কমিটির অবহিতকরণ সভা

নন্দীগ্রামে অর্থনৈতিক শুমারী বাস্তবায়নের লক্ষে স্থায়ী কমিটির অবহিতকরণ সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:”

অর্থনৈতিক শুমারীতে তথ্য দিন,নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে ২০শে নভেম্বর (বুধবার) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অর্থনৈতিক শুমারী ২০২৪ এর মূল শুমারী কার্যক্রমের লক্ষে উপজেলা শুমারী স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোসা: লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মো: ফজলুল করিম, যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, ইউপি জিয়াউর রহমান, রেজাউল করিম কামাল, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, সরকারী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক রাজু আহম্মেদ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, প্রচার প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক রুহুল আমীন রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাক, প্রাথমিক শিক্ষা অফিসার, সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম প্রমুখ।
উল্লেখ্য, ৫-৮ ডিসেম্বর গণনাকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এবং ১০-২৬ ডিসেম্বর মাঠ পর্যায়ে মূল শুমারীর কার্যক্রম চলবে।
এবার অর্থনৈতিক শুমারী ৩টি জোনে পরিচালিত হবে, ১নং জোন (নন্দীগ্রাম পৌরসভা ও বুড়ইল ইউনিয়ন) এ জোনাল অফিসার হিসেবে তৌফিকুল ইসলাম, ২নং জোন (নন্দীগ্রাম সদর ও ভাটগ্রাম ইউনিয়ন) এ রতন মানিক এবং ৩নং জোন (ভাটরা ও থালতামাজগ্রাম ইউনিয়ন) এ রবিউল ইসলাম দায়িত্ব পালন করবেন।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত